CreativsWorld https://www.creativsworld.com/2022/11/result%20dekhar-niyom.html

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | রেজাল্ট কিভাবে দেখে


আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজে এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেখবেন। রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আপনাদের আর কোথাও খোঁজাখুঁজি করতে হবে না।  এসএসসি এবং এইচএসসি বা অন্য কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন।  এসব পাবলিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে বা কিভাবে রেজাল্ট দেখতে হয় আপনাদের জেনে রাখা উচিত। পরবর্তীতে কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট দিলে আপনারা খুব সহজে তা দেখতে পারবেন। শীঘ্রই আপনাদের এসএসসি,  এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | রেজাল্ট কিভাবে দেখে

এসএসসি, আলিম এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট সবগুলো একইভাবে দেখা যাবে। অনেক সময় আমাদের পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখে তা আমরা জানি কিন্তু তাড়াহুড়ার মধ্যে আমরা অনেক সময় ভুলে যাই।  তাই আজকের এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হয় এবং এসএসসি, এইচএসসি পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই পোস্টটি পড়ুন। এসএসসি এবং এইচএসসি রেজাল্ট সম্পর্কে বিস্তারিত এই পোষ্টের মাধ্যমে দেখানো হয়েছে। 

আজকের পোস্টে যা যা থাকছে

  1. পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম
  2. মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
  3. মার্কশীট সহ এসএসসি/ এইচএসসি রেজাল্ট
  4. এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
  5. এইসএসসি রেজাল্ট দেখার নিয়ম
  6. দাখিল/ আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখা যায়। এর মধ্যে যেকোনো একটি মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। পদ্ধতিটি হলো :

  1. মোবাইল এসএমএস এর মাধ্যমে
  2. ওয়েবসাইট এর মাধ্যমে

এই দুইটি নিয়ম ব্যবহার করে আপনারা খুব সহজে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। এই দুইটি নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১: মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম

এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখার প্রথম মাধ্যমটি হলো মোবাইল দিয়ে রেজাল্ট দেখা বা মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা। মোবাইলে এসএমএসের মাধ্যমে আপনি খুব সহজেই এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন।  মোবাইল দিয়ে রেজাল্ট দেখার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ কর। এই নিয়মগুলো অনুসরণ করার মাধ্যমে আপনারা খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন।

মোবাইল দিয়ে রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পর টাইপ করতে হবে  SSC অথবা HSC <Space>Board Name<Space>Roll Number <space> Exam Year অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন । এরপর পাঠিয়ে দিন এই  16222 নাম্বারে। উদাহরণ : HSC DHA 432792 2022

বিভিন্ন বোর্ডের সংক্ষিপ্ত নাম

DHA-Dhaka Education Board
CHI -Chittagong Education Board
COM-Cumilla Education Board
BAR-Barishal Education Board
JES-Jessore Education Board
RAJ-Rajshahi Education Board
SYL-Sylhet Education Board
DIN-Dinajpur Education Board
MAD-Madrasah Education Board
BTE-Bangladesh Technical Education Board

২: মার্কশীট সহ দেখার নিয়ম | ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

মার্কশিট সহ ওয়েবসাইটে রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে প্রথমে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর যাবতীয় ইনফর্মেশন যেমন, আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন ইত্যাদি দেওয়া লাগবে। এরপর সাবমিট এ ক্লিক করলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট। মার্কশিট সহ ওয়েবসাইটে রেজাল্ট দেখার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন:-

১: যেকোনো ব্রাউজার থেকে ভিসিট করুন educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে। প্রবেশ করার পর নিচের মত একটা পেইজ ওপেন হবে।

মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ | রেজাল্ট কিভাবে দেখে

২: এরপর Examination অপশন থেকে আপনি কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট জানতে চান সেটা উল্লেখ করতে হবে।

৩: এরপর দ্বিতীয় অপশন Year এর ঘরে আপনি যে বছর পরিক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন।

৪: এরপর তৃতীয় অপশন Board এর ঘরে আপনি যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন।

৫: এরপর চতুর্থ অপশন Roll এর ঘরে আপনার এডমিট কার্ড প্রদত্ত যে রোল দেওয়া হয়েছে সেটি উল্লেখ করুন।

৬: এরপর Reg এর ঘরে  আপনার এডমিট কার্ডে প্রদত্ত রেজিষ্ট্রেশন নাম্বারটি উল্লেখ করুন।

৭: ভেরিফিকেশন এর জন্য যোগফল গুলো বসিয়ে দিন।

৮: এরপর সাবমিট অপশনে ক্লিক করুন। লোডিং হলে আপনার কাঙ্খিত রেজাল্টটি দেখতে পারবেন।

একটি বোর্ড পরিক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময় এর মধ্যে রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে। যখন এসএসসি এবং এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেওয়ার সময় হবে তখন আপনারা উপরোক্ত নিয়ম গুলো ফলো করে রেজাল্ট দেখতে পারবেন। সাধারণত যেদিন এসএসসি/এইচএসসি'র পরিক্ষার রেজাল্ট দিবে সেদিন দুপর ১২ টা থেকে ২ টার মধ্যে পাবলিশ করা হয়ে থাকে। সুতারং এর আগে পরিক্ষার রেজাল্টের জন্য চেষ্টা করলেও কোন ফিরতি মেসেজ আসবে না।

এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

আপনার মোবাইল মেসেজ অপশন থেকে টাইম করুন SSC<Space> Board Name <Space>Roll Number <space> Exam Year অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন । এরপর পাঠিয়ে দিন এই  16222 নাম্বারে। উদাহরণ : SSC CHI 432792 2022, এরপর ফিরতি মেসেজে আপনার কাঙ্খিত রেজাল্ট দেওয়া হবে।

এইচএসসি পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

আপনার মোবাইল মেসেজ অপশন থেকে টাইম করুন HSC<Space> Board Name <Space>Roll Number <space> Exam Year অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন । এরপর পাঠিয়ে দিন এই  16222 নাম্বারে। উদাহরণ : HSC CHI 432792 2022, এরপর ফিরতি মেসেজে আপনার কাঙ্খিত রেজাল্ট দেওয়া হবে।

দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

আপনার মোবাইল মেসেজ অপশন থেকে টাইম করুন Dakhil<Space>MAD<Space>Roll Number <space> Exam Year অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন । এরপর পাঠিয়ে দিন এই  16222 নাম্বারে। উদাহরণ : Dakhil MAD 432792 2022, এরপর ফিরতি মেসেজে আপনার কাঙ্খিত রেজাল্ট দেওয়া হবে।

আলিম পরিক্ষার রেজাল্ট দেখার নিয়ম

আপনার মোবাইল মেসেজ অপশন থেকে টাইম করুন Alim<Space>MAD<Space>Roll Number<space> Exam Year অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন । এরপর পাঠিয়ে দিন এই  16222 নাম্বারে। উদাহরণ : Alim MAD 432792 2022 এরপর ফিরতি মেসেজে আপনার কাঙ্খিত রেজাল্ট দেওয়া হবে।

মার্কশীট সহ আলিম এবং দাখিল পরিক্ষার রেজাল্ট দেখার জন্য উপরোক্ত নিয়ম গুলো ফলো করুন।

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

Creativsworld কী?